LATEST ARTICLE

শেখ শাহ আকরাম একজন অতীন্দ্রিয়বাদী লেখক ও শিক্ষক ( সহকারী অধ্যাপক- বাংলা)। “সন্তের প্রেম” নামক ছোটগল্পের বই দিয়ে তাঁর যাত্রা শুরু। “সন্তের প্রেম” লিখেই তিনি ক্ষান্ত হননি; নিজে সন্ত বা Saint হয়ে উঠেছেন। সন্ত হয়ে তিনি বুঝেছেন আত্ম- রূপান্তর বা আত্মজ্ঞান লাভ করা ছাড়া মানবজীবন ভোগান্তি বৈ কিছু নয়। তিনি লক্ষ্য করেছেন মানুষ বহুকিছু জানে, বোঝে, বহু জ্ঞান- বিজ্ঞান- প্রযুক্তি আবিষ্কার করেছে; আরাম- আয়েশের জন্য পৃথিবীটাকে এফোঁড় ওফোঁড় করেছে কিন্তু নিজের দিকে একবারও তাকাই নি। নিজের সম্মন্ধে একেবারে অন্ধ। বহু বহু দক্ষতা মানুষের রয়েছে কিন্তু নিজেকে চালানোর দক্ষতা সবচেয়ে কম। মানুষ তাঁর “মানুষ” পরিচয়টা ভুলে নানা নাম,গোত্র,পেশা,দল,জাত- পাত,লিঙ্গ,বর্ণ,সম্প্রদায়,ধর্ম,ধারণা,আদর্শ ইত্যাদি ছোট পরিচয়ে নিজেকে বেঁধে ফেলে পৃথিবীতে বড় বড় দুর্ঘটনা ঘটিয়ে আসছে – যা মানবিকতাকে বিপন্ন করছে। এই বিপর্যয়ের অবশ্যই চিকিৎসা রয়েছে। আর তা হল আত্ম-রূপান্তর– এবং এই রূপান্তরিত হওয়া প্রত্যেকটা মানুষের পক্ষেই সম্ভব। এটা মানুষের জন্মগত অধিকার। কারণ সৃষ্টিকর্তা কারো সাথে পক্ষপাতিত্ব করেন না।

সহজে মানুষকে রূপান্তরিত করতে তিনি উদ্ভাবন করেছেন “কিমিয়া” বা জীবনের অমৃত নামক এক শক্তিশালী সাধনী যার মাধ্যমে মানুষ তাঁর শরীর, মন,আবেগ ও প্রাণশক্তি থেকে নিজের দূরত্ব সৃষ্টি করতে পারে। একবার এ দূরত্ব সৃষ্টি করতে পারলে মানুষ রূপান্তরিত হবে এক ভিন্ন মাত্রায়। আসবে দৃষ্টিভঙ্গিতে এক নিটোল স্বচ্ছতা, অমিত প্রাণশক্তি আর সীমাহীন স্বাধীনতা এবং জীবনের সকল ভোগান্তির পরিসমাপ্তি। মানুষ আত্মসংরক্ষণ এবং প্রজননের জন্য আর পাগল হবে না। প্রেম প্রেম বলে পথে পথে আর কেঁদে বেড়াবে না। আর বলবে না I Love you. বরং বলবে I am the love- আমিই প্রেম।

আর এই “কিমিয়া” বা জীবনের অমৃত নামক পরমানন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতেই আমাদের এ আয়োজন।